• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বনপাড়ায় সকলকে কঠোরভাবে সতর্ক করলেন ইউএনও

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ২২:১২
বনপাড়ায় সকলকে কঠোরভাবে সতর্ক করলেন ইউএনও

নাটোরের বড়াইগ্রামে করোনা বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। তিনি সোমবার (৫ এপ্রিল) সকালে বনপাড়া পৌর শহরের বিভিন্ন মার্কেটে ও বাস ষ্ট্যান্ডে হ্যান্ড মাইক দিয়ে করোনা বিষয়ক বিধি নিষেধ প্রচার করেন।

দোকানপাট বিধি বহির্ভূত খোলা থাকলেও প্রাথমিকভাবে জেল-জরিমানা করা হয়নি। পরবর্তীতে বিধি লংঘনকারীদের ছাড় দেয়া হবে না বলে সকলকে কঠোরভাবে সতর্ক করেন তিনি।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সরকারী বিধি মোতাবেক সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার পর দ্রুত স্থান ত্যাগ করতে হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এনএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হলেন যারা
X
Fresh