• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নারায়ণগঞ্জের এসপির

আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ২০:৩৭
Narayanganj SP urged not to be misled by propaganda
ফাইল ছবি

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক’কে নিয়ে তিনি কোনও ধরনের বিবৃতি দেননি। এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে সোমবার (৫এপ্রিল) দুপুরে বিবৃতিটি পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে, নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের এর বরাত দিয়ে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক’কে নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দেখা যায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সংবাদমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু করেছি। সাধারণ মানুষকে এরকম বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নাম দিয়ে একটি মিথ্যা বিবৃতি ছড়িয়ে দেয়া হয়।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
ধর্ষণ মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মামুনুল হক
ফেসবুক পেজ হ্যাক হয়েছে স্বস্তিকার
বিপিডিবির ফেসবুক পেজ হ্যাক
X
Fresh