• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঝড়ে ভেঙে পড়ল ৫৯ প্রজাপতি সড়কবাতি

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ২১:৫০
59 butterfly streetlights broke in the storm
ঝড়ে ভেঙে পড়ল ৫৯ প্রজাপতি সড়কবাতি

কালবৈশাখী ঝড়ে উল্টে গেছে রাজশাহী সিটি করপোরেশনের প্রজাপতির ডানার মতো দেখতে সড়কবাতি। ঝড়ের তোড়ে নগরীর বিলশিমলা-কাশিয়াডাঙ্গা সড়কের ৫৯টি সড়কবাতি একেবারেই উপড়ে পড়েছে। অন্যদিকে ১৭৪টি সড়কবাতির বেশিরভাগই হেলে পড়েছে।

রোববার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার পর থেকে ঘণ্টাব্যাপী ওই ঝড় বয়ে গেছে। তবে সড়ক-বাতির পোলগুলো সড়ক বিভাজকের ওপরে পড়ায় কেউ আহত হয়নি।

জানা গেছে, শহরের নান্দনিকতা বাড়াতে প্রথমবারের মতো চীন থেকে আনা দৃষ্টিনন্দন এই সড়কবাতি সংযোজন করে রাজশাহী সিটি করপোরেশন। নগরীর কাশিয়াডাঙ্গা থেকে বিলশিমলা রেলক্রসিং পর্যন্ত চার দশমিক ২ কিলোমিটার সড়কে বসানো হয় ১৭৪টি দৃষ্টিনন্দন বৈদ্যুতিক পোল। প্রতিটি পোল প্রজাপতির মতো ডান মেলে রয়েছে সড়ক বিভাজকে। দুই ডানায় রয়েছে দুটি করে এলইডি বাল্ব।

দৃষ্টিনন্দন বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চালু আর বন্ধ হয়। চীন থেকে আনা এই বাতিগুলো সরবরাহ করে ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’। কেবল সড়কের এই আলোকায়নেই রাজশাহী সিটি করপোরেশনের খরচ হয় ৫ কোটি ২২ লাখ টাকা।

এই ঘটনার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী আশরাফুল হুদা টিটো বলেন, সংবাদ পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করেছি। আমাদের এক বছরের ওয়ারেন্টির মেয়াদ আছে। প্রয়োজনে আরও ৫ বছর দেব। আর ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো রাতের মধ্যেই ঠিক করে দেয়া হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh