• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাতিয়ায় ১৬ জেলেকে অর্থদণ্ড

হাতিয়া প্রতিনিধি

আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১৮:০৫
17 fishermen fined in Hatia
হাতিয়ায় ১৬ জেলেকে অর্থদণ্ড

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১০টি বেহুন্দি জাল জব্দ করে আগুনে ধ্বংস করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে মেঘনা নদীর তমরদ্দি ও কাটাখালী এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড হাতিয়ার লে. বিশ্বজিৎ বড়ুয়া।

আটককৃত জেলেদের মধ্যে ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই তমরদ্দি ইউনিয়নের বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন অফিসার লে. বিশ্ব জিৎ বড়ুয়ার নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি ১০টি জালসহ ১৮ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন তাদের মধ্যে ১৬ জনকে ৪ হাজার টাকা করে জরিমানা ও অপর দুই জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে ভাসতে থাকা ২৭ জেলেকে উদ্ধার করে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড
অভয়াশ্রমে মৎস্য শিকার, ১৮ জেলের কারাদণ্ড
চাঁদপুরে ৩০ যানবাহন মালিককে অর্থদণ্ড
মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৫ জেলের অর্থদণ্ড
X
Fresh