• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘোড়ায় চড়ে আন্দোলনে আসা সেই হেফাজত নেতা গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১৭:৫২
Hefazat leader arrested on horseback movement
ঘোড়া চড়ে আন্দোলনে সেই হেফাজত নেতা গ্রেপ্তার

হেফাজতের হরতাল সমর্থনে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ঘোড়ায় চড়ে অন্দোলনে অংশ নেয়া হাছান ইমামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২ এপ্রিল) গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ মাদরাসা থেকে হেফাজত ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ৩টায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন র‌্যাবের সদস্যরা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ঢাকা থেকে আমার এক ভাই তাকে পাঠিয়েছিলেন বেড়াতে গত ২ দিন আগে। শুক্রবার (২ এপ্রিল) রাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র‌্যাবের সদস্যরা। কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না।

এই বিষয়ে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদরাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদরাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh