• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে ভাসানচরে ১০ দেশের রাষ্ট্রদূত

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১৭:১৩
Ambassadors of 10 countries to Hatiyar Bhasanchar
যে কারণে ভাসানচরে ১০ দেশের রাষ্ট্রদূত

নোয়াখালীর হাতিয়ায় রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ভাসানচর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত। আজ শনিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পরিদর্শনে আসেন তারা।

এ সময় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেন। একই সঙ্গে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলও ভাসানচরে উপস্থিত ছিলেন। তারা ভাসানচরের ১ নম্বর ওয়্যারহাউজে বিভিন্ন বয়সের রোহিঙ্গাদের সঙ্গে সুযোগ-সুবিধা ও জীবন যাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। আর ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এই বিষয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম আরটিভি নিউজকে বলেন, ‘দুপুর ৩টার দিকে পরিদর্শন শেষে ১০ দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত ভাসানচর ত্যাগ করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।’

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
X
Fresh