• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নওগাঁয় স্বাস্থ্যবিধি পালনে মাঠে জেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধি,আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১৬:২৩
District administration in Naogaon to observe hygiene rules
নওগাঁয় স্বাস্থ্যবিধি পালনে মাঠে জেলা প্রশাসন

করোনা সংক্রমণ বাড়ায় নওগাঁয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

শনিবার(৩ এপ্রিল) বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্টান্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ।

এ সময় জেলা প্রশাসক জানান, করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। এরই মধ্যে সরকার থেকে নির্দেশনা জারি করা হয়েছে। তাই নওগাঁয় বিভিন্ন ভাগে ভাগ হয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মানাতে সকাল-বিকেল ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। এছাড়াও নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে মাস্ক পাবেন। তবে সামর্থ্যবান কেউ মাস্ক ব্যবহার না করলে জরিমানা গুণতে হবে।

এছাড়াও সামনে রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন কাঁচা বাজার ও মুদি দোকান পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় যেসব দোকানে জিনিসপত্রের মূল চার্ট ঝুলানো নেই সেসব দোকানকে দ্রুত মূল্যের তালিকা ঝুলাতে বলেন। এবং অতিরিক্ত দাম নিলে জরিমানার আদেশ দেন।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসকে/জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
একদিন পরেই জয় বাংলা কনসার্ট, প্রস্তুতি শেষ পর্যায়ে
অভাবে সন্তান দত্তক, পরিবারের কাছে ফিরিয়ে দিলো প্রশাসন
নোয়াখালীতে ৪৩ হাজার শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ
X
Fresh