আরটিভি নিউজ
আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৩:৪৫
বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই নিরাপত্তা নেয়া হয়েছে যেন হেফাজতের বিক্ষোভ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না হয়।
শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের আগে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পল্টন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বায়তুল মোকাররম উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র্যাব সদস্যরা। পুলিশ মোতায়েন করা হয়েছে বায়তুল মোকাররম উত্তর গেটেও। পুরোনো পল্টনে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়াযানসহ কারাভান।
গেলো শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররমে হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।
এম