• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, একদিনে ৪১ পেরুলো

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ০৯:০৮

চাঁদপুরে একদিনে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৭ জন, মতলব উত্তরের ৫ জন, হাজীগঞ্জে ৪ জন, ফরিদগঞ্জে ৩ জন, হাইমচরে ১ জন ও শাহরাস্তিতে ১ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল)এখন পর্যন্ত এটি সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই দিন চাঁদপুর সদরের ৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানানো হয়।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ২১০ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩১ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮৬ জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার দিনভর পুরো জেলায় ১৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদিন রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪১ জন করোনায় আক্রান্ত, বাকী ১৩৯ জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩ হাজার ১৬৯ জনের মধ্যে , চাঁদপুর সদরে ১ হাজার ৪৪৩ জন, ফরিদগঞ্জে ৩৪৬ জন, মতলব দক্ষিণে ৩২৫ জন, শাহরাস্তিতে ২৭৯ জন, হাজীগঞ্জে ২৮২জন, মতলব উত্তরে ২৩৯ জন, হাইমচরে ১৮৩ জন ও কচুয়ায় ১১৩ জন। এছাড়া জেলায় মোট ৯৩ জন মৃতের মধ্যে , চাঁদপুর সদরে ৩২ জন, হাজীগঞ্জে ১৭ জন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরের ১১ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ১ জন।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চাঁদপুর লঞ্চঘাটে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
X
Fresh