• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

অনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল ২০১৭, ১৭:৫১

অকাল বন্যায় তলিয়ে যাওয়া হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে হাওর এডভোকেসি প্লাটফরম।

বোরবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তফা জব্বার, শরিফ উজ্জামান শরিফ, মিহির দাশ ও এডভোকেট আজিজুল হক।

সংবাদ সম্মেলনে তারা বলেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির রোবো ফসল। সব কিছু হারিয়ে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরের কৃষক দিশেহারা। একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় এ অঞ্চলে খাদ্য সংকট দেখা দেবে।

এ জন্য এ অঞ্চলের কৃষকদের ঋণ মওকুফের পাশাপাশি হাওরাঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

তারা জানান, হাওরের মধ্যে বিশেষ করে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের ক্ষতি বেশি হয়েছে।জেলার প্রায় ২৬ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।

এরমধ্যে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামেই সবচে’ বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ কৃষক মহাজনী ও ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়ে জমি আবাদ করেন। তাই ঋণের টাকা পরিশোধে দিশেহারা হয়ে পড়েছেন তারা। জমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাবারেরও অভাব দেখা দিয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh