• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘুমের ওষুধ কিনতে গিয়ে সিআইডি কর্মকর্তা পরিচয়

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২১, ১০:৪২
The identity of the CID officer went to buy sleeping pills
ভুয়া সিআইডি কর্মকর্তা

নীলফামারীর ডিমলা উপজেলার সরদার হাট বাজারে মমতা ফার্মেসিতে সিআইডি কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে ডিমলা উপজেলায় তাকে আটক করা হয়।

আটক সাজু আহমেদ (২৫) রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব টেপাসুটিবাড়ি গ্রামের আউয়াল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সরদার হাট বাজারের সুবীন্দ্র নাথ রায়ের ফার্মেসিতে ঘুমের ওষুধ কিনতে যান অভিযুক্ত সাজু আহমেদ। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ দিতে রাজি না হলে তার মা অসুস্থ বলে জানান। পরে ওষুধ নিয়ে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে ৫ হাজার টাকা দাবি করে সাজু আহমেদ। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। এসময় তার কাছ থেকে ভুয়া সিআইডির পরিচয়পত্র উদ্ধার করে থানা পুলিশ।

এই ঘটনার বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটককৃত সাজু আহমেদ সিআইডি পরিচয় দিয়ে রংপুর, নীলফামারীসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক
X
Fresh