হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ৩১ মার্চ ২০২১, ০৮:৫৪
শায়েস্তাগঞ্জে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হঠাৎ করে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে শুরু হয় এই বৃষ্টি। এক ঘণ্টার ঝড়-বৃষ্টির মাঝে ১২ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এই কারণে শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জের বিভিন্ন গ্রামে গাছপালা ভেঙে পড়েছে। আর এসময় ঘর-বাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন সড়কে গাছ পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী সড়ক থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, এই শিলাবৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এর পরেও যদি কোনো কৃষকের ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা করবো।
জিএম