• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আধিপত্য বিস্তার নিয়ে মোংলায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের সংঘর্ষ

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২১, ১৫:৫৬
Conflict between the two sides of the third sex in Mongla over the spread of domination
আধিপত্য বিস্তার নিয়ে মোংলায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে বাগেরহাটের মোংলায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিলা (২২) ও শিখা (৫৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ মার্চ) রাতে মামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ মার্চ) আহত শিলা ও শিখা সাংবাদিকদের জানান, মোংলা, রামপাল ও খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় দুটি গ্রুপে ভাগ হয়ে তারা কালেকশনসহ সামাজিক কর্মকাণ্ড করবেন। এই মর্মে শিখা ও শিলা এবং প্রেমা ও হাসি হিজড়া নিজেদের মধ্যে ৩’শ টাকার ষ্ট্যাম্পে চুক্তি করেন।

কিন্তু কিছুদিন না যেতেই সেই চুক্তি না মেনে প্রেমা হিজড়া শিলা ও শিখার এলাকায় ঢুকে কালেকশন শুরু করলে তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তাদের ওপর হামলা করে প্রেমাসহ তাদের দলের অন্যরা। এতে শিলা ও শিখা আহত হন। তাই এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান শিখা। এদিকে প্রেমা হিজড়া দাবি করেন, আমি কাউকে মারিনি-শিখা ও শিলা তাদের মারধর করেছে।

এই ঘটনার বিষয়ে মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
দাউদকান্দিতে গণমাধ্যম কর্মীদের সাথে সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়
তাপপ্রবাহ নিয়ে আরও দুঃসংবাদ
X
Fresh