• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হঠাৎ শিলাবৃষ্টি

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২১, ০৮:৪৩
Crop damage due to hail in Netrokona
হঠাৎ শিলাবৃষ্টি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এ কারণে বোরো ফসল, লিচু ও আমের মুকুলের ক্ষতি হয়েছে। সোমবার (২৯ মার্চ) দিবাগত ২টার দিকে এই বৃষ্টি হয়।

হঠাৎ করে মৌসুমের শুরুতেই উপজেলা সদর, আগিরা, জারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে প্রায় ১১ মিনিট শিলা বৃষ্টি ঝরেছে। এতে বোরো ফসলের ক্ষতি ছাড়াও আম ও লিচুর মুকুল ব্যাপকহারে ঝরে গেছে। ক্ষতি হয়েছে সবজি জমির। কিন্তু তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

আগিরা ইউনিয়নের কৃষক শরিফুল ইসলাম বলেন, বোরো ফসলের জন্য বৃষ্টিটা ভাল হতো, তবে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলতে পারছি না।

নেত্রকোনার খামারবাড়ি উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, শিলাবৃষ্টিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিপ্রবি শিক্ষকের আবেদনে দিনাজপুরে হচ্ছে লিচু চত্বর
X
Fresh