• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা সিলেট ও চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল বন্ধ

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২১, ১১:৫৪
ফাইল ছবি

আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

আজ সকালে আমিরগঞ্জ রেল স্টেশনে আটকা পড়ে আছে মহানগর ট্রেনটি। সকাল ১১টার দিকে নরসিংদী স্টেশনে আটকা পড়ে আছে চট্টগ্রাম মুখী কর্ণফুলী মেইল। হেফাজতে কর্মীরা নরসিংদী রেলস্টেশনে প্রধান ফটকে অবস্থান করছে।

বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মূসা মিয়া।

এদিকে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি তালশহর এলাকায় আসার পর হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে।

এর ফলে নিরাপত্তাজনিত কারণে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সোনারবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেয়া হচ্ছে। এছাড়া জানা গেছে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেঙে গেছে রেললাইন, রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
X
Fresh