• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিছিল থেকে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ২৫ পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ মার্চ ২০২১, ১৯:৫৩
Attack on police camp from procession, 25 policemen injured
মিছিল থেকে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ২৫ পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এসময় ক্যাম্পে থাকা ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ করে অরুয়াইল বাজারে বিক্ষোভ মিছিল বের করেন মাদরাসার শিক্ষার্থীরা। এসময় স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। পরে মিছিল থেকে অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে প্রায় ২৫ জন পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশ হামলাকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার বিষয়ে সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, মিছিল থেকে হঠাৎ করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
X
Fresh