• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২১, ১৫:০৩

রাজশাহীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে তাৎক্ষণিকভাবে ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, রাজশাহীর কাঁটাখালিতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। এসময় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অপরদিকে সংঘর্ষের পরপরই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা গণমাধ্যমকে জানিয়েছেন, মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য যাত্রীরা পুড়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে এখন। আর আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 
রাজশাহীতে গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ময়মনসিংহে ২ বাসের সংঘর্ষ : নিহতদের পরিচয় মিলেছে  
X
Fresh