• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় হঠাৎ বিস্ফোরণ, নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

  ২৪ মার্চ ২০২১, ১৯:৪১
বিস্ফোরণের পর ঘটনাস্থল

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। নয়াপাড়া গ্রামের বোরহান মিয়ার বাড়িতে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কী কারণে বা কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। পুলিশ এখন বাড়িটি ঘিরে রেখেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার কারণ এখন বলা যাচ্ছে না। এখানে সিআইডির দল ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh