Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১৭ মে ২০২১, ৩ জ্যৈষ্ঠ ১৪২৮

সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
ফাইল ছবি

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ ব্রহ্মপুত্র ব্রিজের টোল প্লাজা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রনি মিয়া অক্ষত রয়েছে।

পুলিশ জানায়, ময়মনসিংহ সদরের চর পুলিয়ামারি এলাকার নিজ বাড়ি থেকে মা রুবিনা মেয়েসহ স্বামী রনি মিয়ার সাথে মোটরসাইকেলে করে ময়মনসিংহ শহরে আসার পথে ব্রহ্মপুত্র ব্রিজের টোল প্লাজা এলাকায় একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মা ও মেয়ে মোটরসাইকেল থেকে নীচে পরে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে মা রুবিনা (২৪) ঘটনাস্থলেই মারা যায় ও মেয়ে নীলা (০২) কে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। দুর্ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটি আটক করা হয়েছে।

এসএস

RTV Drama
RTVPLUS