• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফূর্তি করতে গিয়ে অপহরণ হন নারীর কাছে! 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২১, ১৯:০৮
The woman was abducted to have fun!
ফূর্তি করতে গিয়ে অপহরণ হন নারীর কাছে!

অপহরণের পর মিন্টু রঞ্জন দাস নামের এক ভারতীয় নাগরিক ও মোবারক হোসেন নামের এক ঠিকাদারকে উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের একটি বিশেষ দল। আজ রোববার (২১ মার্চ) এ ঘটনায় দুই জনকে আটকের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, রবিন (২২) ও সিয়াম (১৮)। তাদের দুই জনের বাড়ি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে।

পুলিশ সূত্র জানা গেছে, মিন্টু রঞ্জন দাস আশুগঞ্জ-আগরতলা চার লেন সড়ক প্রকল্পে এফকন ইনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত আছেন। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। এই সড়ক প্রকল্পে সাব ঠিকাদারের কাজ করেন মোবারক হোসেন। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় এই দুই জন জেলা শহরের কলেজ-পাড়ায় একটি বাসাতে আনন্দ-ফুর্তি করতে যান। সেখানে তাদেরকে অপহরণ করেন কয়েকজন নারী ও যুবক। সেখান থেকে অপহরণের পর তাদেরকে নারীদের সাথে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করা হয়। পরে ছবি তোলা শেষে ভারতীয় ওই নাগরিক ও ঠিকাদার মোবারক হোসেনের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

এদিকে মোবারকের গাড়ির চালক ওই বাড়ি থেকে কিছুটা দূরে অপেক্ষা করছিলেন। তখন ভেতর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গিয়ে বিষয়টি জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান চালায়। এসময় প্রযুক্তির ব্যবহার করে প্রথমে আশুগঞ্জ থেকে ভারতীয় নাগরিক মিন্টু রঞ্জন দাসকে উদ্ধার করা হয়। আর আটক করা হয় দু’জন অপহরণকারীকে। তবে বিষয়টি গোপন রেখে আটক দু’জন অপহরণকারীর মাধ্যমে অন্য অপহরণকারীদের বলা হয়, অপহৃত ঠিকাদার মোবারক হোসেনকে নিয়ে জেলা শহরের মেড্ডায় এসে মুক্তিপণের টাকা নিয়ে যেতে। শনিবার (২০ মার্চ) মধ্যরাত ১২টার দিকে ঠিকাদার মোবারক হোসেনকে নিয়ে মেড্ডায় এসে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। সেখান থেকে টিকাদার মোবারক হোসেনকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, অপহরণের ঘটনায় ঠিকাদার মোবারক হোসেন বাদী হয়ে আটক দুই জনসহ ১৩ জনের নামে মামলা দায়ের করেছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
যেভাবে অপহরণের ৪৮ ঘণ্টা কেটেছে ব্যাংক ম্যানেজারের
‘ব্যাংক ম্যানেজারকে অপহরণের আগে কোটি টাকা চেয়েছিল কেএনএফ’
অপহরণের ২০ দিন পর উদ্ধার হলো কিশোরী 
X
Fresh