• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশের হ্যান্ডকাফ পরিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই  

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২১, ১৮:২২
35 lakh was snatched by wearing police handcuffs
পুলিশের হ্যান্ডকাফ পরিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই

শেরপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী নূর হোসেন (৬০) সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী নূর হোসেন বলেন, ‘আমি শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী। আজ রোববার (২১ মার্চ) আমাদের ইজারার কিস্তির তারিখ। এ জন্য আমি ও আমার ভাতিজা লিটন রানা কিস্তির ৩৫ লাখ টাকা নিয়ে জামালপুরের ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুরের ন্যাশনাল ব্যাংকে আসার জন্য রওনা হই। এ সময় শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় আসলে ৫ জন আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং গোয়েন্দা পুলিশের পরিচয় দেয়।’

তিনি আরও বলেন, ‘পরে তারা আমাদের মোটরসাইকেলে আমার ভাতিজা লিটনকে হ্যান্ডকাফ পরিয়ে ফেলে। আমি বাঁধা দিতে গেলে তারা আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে দুটি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।’

এ ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ‘ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে কাজ করছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
X
Fresh