• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নতুন করে তলিয়ে গেছে কিশোরগঞ্জের আরো হাওর

অনলাইন ডেস্ক
  ০৭ এপ্রিল ২০১৭, ১২:৪৭

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গেলো ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের হাওর এলাকায় তলিয়ে গেছে আরো বহু ফসলি জমি।

হাওর এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে নতুন করে আরো ৩ হাজার হেক্টরের বেশি জমি।

কিশোরগঞ্জ জেলার কৃষি বিভাগের দেয়া তথ্য মতে উজানের পানিতে এখন পর্যন্ত তলিয়ে গেছে প্রায় ৫০ হাজার ২৭০ হেক্টর জমির বোরো ধান।

পানি বাড়তে থাকায় পানির নীচ থেকেই আধা কাঁচা-পাকা ধান তুলছেন কৃষকরা। হাওর অঞ্চলের মানুষের বছরের একমাত্র ফসল চোখের সামনে পানিতে হারিয়ে যেতে দেখে দিশেহারা কৃষকরা।

অবস্থা যাতে আরো খারাপ না হয় সেজন্য হুমকির মধ্যে থাকা বাঁধগুলো রক্ষায় নিজেদের উদ্যোগেই রাত-দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি মনিটরিং করার হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরো বাড়বে।

এদিকে সুনামগঞ্জে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২৬ হাজার ৮ শ ৫০ হেক্টর বোরো ফসল । পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh