• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রামেকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৭, ০৯:৫৬

খাবার টেবিলে আগে বসাকে কেন্দ্র করে রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। জানালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ইবনে মিজান।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনণে আনে।

তিনি বলেন, রামেকের নূর উন নবী হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ছাত্রশিবির রামেক শাখার সাবেক সভাপতি হেলালসহ ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

রামেক শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, রাতে ডাইনিংয়ে খাবার সময় টেবিলে আগে বসাকে কেন্দ্র করে এক শিবির কর্মীর সঙ্গে ছাত্রলীগ কর্মীর বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয় ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রশিবিরের কর্মীরা ১০ রাউন্ড গুলি ছোঁড়ে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh