• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব না

অনলাইন ডেস্ক
  ০৬ এপ্রিল ২০১৭, ১৭:০৬

দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব কামনা করা হবে না । বঙ্গবন্ধু করেনি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করবেন না। শেখ হাসিনা ভারতের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণ, ছিটমহল বিনিময় এবং গঙ্গা চুক্তি করে পানি এনেছেন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মোহরায় মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেকান্দর হায়াত খানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন

তিনি বলেন, প্রতিরক্ষা হোক কিংবা সামরিক যে কোনো চুক্তিই হবে জাতীয় স্বার্থকে সম্বন্বিত রেখে। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, সে কারণেই ভারত আমাদের বন্ধু। ভারত থেকে কিছু আদায় করতে হলে ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আদায় করতে হবে।

কাদের বলেন, ভারতের সঙ্গে যে কোনো চুক্তি বাংলাদেশের জনগণ এবং জাতীয় স্বার্থ রক্ষা করে করা হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ভারতপ্রীতি আর ক্ষমতা থেকে চলে গেলে ভারত বিরোধীতা শুরু করে। বঙ্গবন্ধুকে হত্যার পর বিগত ২১ বছর ধরে ভারত বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে আমাদের কোনো লাভ হয়নি। বরং অবিশ্বাস আর সন্দেহের দেয়াল তৈরি হয়েছে।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh