• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক নিহত

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২১, ১২:০৯
A police sub-inspector was killed in a road accident in Ashulia
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক নিহত

শিল্পাঞ্চল আশুলিয়ায় বাসচাপায় মো. মোনায়েম হোসেন নামের এক শিল্প পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) ভোরে ফজরের নামাজ শেষে ক্যাম্পে ফেরার সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোনায়েম সিরাজগঞ্জের কাজীপুর থানার চকপাড়া এলাকার মৃত শমশের আলীর ছেলে। তিনি শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে ডিউটি করছিলেন। ভোরে নামাজ শেষে ক্যাম্পে ফিরতে সড়ক পারাপারের চেষ্টার সময় প্রথমে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পিছন থেকে আরেকটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় বাস, পিকআপ ও চালকদের কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কাভার্ডভ্যান ও বাসটি শনাক্তসহ চালকদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
X
Fresh