• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘সুইসাইড নোট’ দেখে মনে হচ্ছে ফাঁস দিয়ে চবি শিক্ষার্থীর আত্মহত্যা    

খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৬ মার্চ ২০২১, ১৪:২২
নাইমুর রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলার রামগড়ের সোনাইপুড়ে নিজ বাড়িতে তার মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে থাকা ‘সুইসাইড নোট’ দেখে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নাইমুর রহমান রসায়ন বিভাগের ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরো পড়ুন : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা বাড়িতে এসেছে শুনেই প্রেমিক উধাও

করোনাভাইরাস মহামারিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এক বছর ধরে নাইমুর বাড়িতেই ছিলেন বলে জানান তার ছোট ভাই মেহেদি হাসান শাওন। ‘বিষণ্নতা’ থেকে নাইমুর আত্মহত্যা করেছে তার সহপাঠীরা। সুইসাইড নোটে বাবা-মা’র কাছে ক্ষমা চেয়ে নাইমুর রহমান লিখেছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার বেঁচে থাকার কোনও ইচ্ছা নেই, তাই আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

আরও পড়ুনঃ বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মারধর, যুবকের আত্মহত্যা

নোটের শেষে ‘বিদায়’ উল্লেখ করে লেখা হয়েছে, এই দুনিয়া আমার জন্য নয়। সবাই পারলে আমাকে মাফ করে দেবেন। রামগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুল হাসান জানান, নাইমুর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ইতোপূর্বে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন বলেও জানা গেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
X
Fresh