কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ২০:০২
কালিয়াকৈরে বাস চাপায় যুবক নিহত

ফাইল ছবি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর বোর্ডঘর এলাকায় একটি বাস চাপায় রুবেল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ যুবকের মরদেহটি উদ্ধার করেন।
নিহত হলেন- পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার মল্লিকদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল হোসেন।
গোড়াই হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শরিফুল ইসলাম আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এসএস