• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফুটপাতে সন্তান প্রসব, হাসপাতালে নিলো পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২১, ১১:০৯
ছবি সংগৃহীত।

প্রতিদিনের মতো সকালে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন চট্টগ্রামের বন্দর থানার এএসআই মো. আমান। হঠাৎ এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে চোখ যায় ফুটপাতের দিকে। দেখতে পেলেন প্রসব বেদনায় ছটফট করছেন এক নারী।

আরও পড়ুন : নারী কেলেঙ্কারি: জামালপুরের সেই ডিসির বেতন কমে অর্ধেক

তৎক্ষণাৎ দেড়ি না করে সদ্য ভূমিষ্ঠ শিশু ও তার মাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করান ওই পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল পৌনে আটটার দিকে বন্দর থানার বিপরীতে রাস্তার পাশের ফুটপাত থেকে ওই মা-শিশুকে উদ্ধার করা হয়।

বর্তমানে ওই শিশুটি চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্ম দেয়া ওই নারীর পরিচয় জানা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার এএসআই আমান বলেন, সকালে ডিউটি শেষে বাসায় ফেরার পথে শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। ফুটপাতে তাকাতেই দেখি এক নারী প্রসব বেদনায় চিৎকার করছেন। তৎক্ষণাৎ আমি থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মা ও শিশুকে গাড়িতে তুলে হাসপাতালে ছুটে যাই। পরবর্তীতে সেখানে শিশুটির চিকিৎসা হয়।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
X
Fresh