• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভাসানচরে পৌঁছেছে পঞ্চম ধাপের এক হাজার ৭৫৯ জন রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ মার্চ ২০২১, ১৯:০২
One thousand 659 Rohingyas of the fifth phase have reached Bhasanchar
ভাসানচরে পৌঁছেছে পঞ্চম ধাপের এক হাজার ৭৫৯ জন রোহিঙ্গা

ভাসানচরে পৌঁছেছে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা শরণার্থী। নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে তারা বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে ভাসানচরে এসে পৌঁছায়। এ নিয়ে ভাসানচরে রোহিঙ্গার সংখ্যা ছাড়াল ১৩ হাজার।

আজ সকালে নৌবাহিনীর পাঁচটি জাহাজ ১৭৫৯ জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়। তাদের মধ্যে ৪৪৫ জন পুরুষ, ৫১৬ মহিলা ও ৭৯৮ শিশু রয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যারহাউজে সমবেত করা হয়েছে। পরে সেখানে তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেয়া হয়। তারপর তাদের ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী, পুরুষ ও শিশুসহ হাতিয়ার ভাসানচরে পৌঁছান এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য তৈরি করা ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে তাদের রাখা হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে পৌঁছাল আরও ১ হাজার ১৪১ রোহিঙ্গা
ভাসানচরের পথে আরও ১২৫০ জন রোহিঙ্গা
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় মামলা
ভাসানচরে বিস্ফোরণ : আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু
X
Fresh