• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্ত্রসহ ইউপি সদস্যের স্ত্রী-সন্তান আটক

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২১, ১৮:৩৭
খুলনা×যশোর×ইউপি×নির্দোষ×অস্ত্র×বাড়ি×পুলিশ×ভাগনে×
ছবি সংগৃহীত

যশোরের সদর উপজেলা থেকে অস্ত্রসহ ইউনিয়ন পরিষদের স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে রামনগর ইউনিয়নের সিরাজ সিংহা গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রামনগর ইউনিয়নের সদস্য কামরুলের স্ত্রী জলি বেগম ও তার ছেলে সাইমুম। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য কামরুল পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য কামরুল ইসলাম নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে এমন খবর পায় পুলিশ। পরে গতকাল মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে কামরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে পুলিশ তার স্ত্রী জলি বেগম ও ছেলে সাইমুমকে আটক করে।

তবে ইউপি সদস্য কামরুলের মামা শাহজাহানের দাবি আমার ভাগনে বৌ ও নাতি নির্দোষ।পুলিশ বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করেছে। কেউ শত্রুতা করে ফেলে যেতে পারে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
X
Fresh