• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২১, ১৭:২৯
মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ফাঁসির রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।

দণ্ডপ্রাপ্ত আসামি রবি দাস বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের মৃত বেচু রাম দাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস নওশা পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় বাসের পেছনের সিটের নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি পলিথিনের প্যাকেটের ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। হেরোইন বহনের অভিযোগে বাসের সুপারভাইজার রবি দাসকে আটক করে পুলিশ। পরের দিন রবি দাসকে আসামি করে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. সাজু মিয়া। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আসামি শ্রী রবি দাসের উপস্থিতিতে এই রায় দেন আদালত।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর-পিপি ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
শিক্ষিকা খুনে ২ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
‘জনগণের আমানতকে যারা খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’
X
Fresh