logo
  • ঢাকা বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১ বৈশাখ ১৪২৮

দেবদারু গাছে বাঁধা ছিলো মরদেহটি

মরদেহ×দেবদারু×যশোর×সদর×উপজেলা×মঙ্গলবার×ঘটনা×অজ্ঞাতনামা×
ফাইল ছবি

যশোরের অভয়নগর উপজেলা থেকে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপরে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার এসআই শাহ আলম আরটিভি নিউজকে জানান, আজ বুধবার দুপরে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজের বাগানে দেবদারু গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির (৫০) বিবস্ত্র মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের গলা প্যান্ট দিয়ে প্যাঁচানো ও হাত-পা কাপড়ের বেল্ট দিয়ে বাঁধা ছিলো।

এসআই শাহ আলম আরও জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে-ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতের কোনও একসময় দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

RTV Drama
RTVPLUS