• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বানরের কারণে ভাত রান্না করেও খেতে পারেন না যে গ্রামের মানুষ (ভিডিও)

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২১, ১১:৪০
The people of the village cannot cook rice and eat it because of the monkeys,
বানরের কারণে ভাত রান্না করেও খেতে পারেন না যে গ্রামের মানুষ

নরসিংদীর মনোহরদীতে খাদ্য সংকটে পড়ে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে অবস্থান করছে কয়েক হাজার বানর। খাবার না পেয়ে কখনও বাড়ি-ঘরে হামলা করছে। আবার কখনও নষ্ট করছে ক্ষেতের ফসল। তাই দ্রুত এসব বানরের পুনর্বাসনের দাবি এলাকাবাসীর।

মনোহরদী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরবর্তী নিভৃতপল্লী রামপুর গ্রাম। গ্রামে ঢুকতেই চোখে পড়ে গাছের নিচে কিংবা গাছের ওপরে দলবেঁধে বসে আছে অসংখ্য বানর। আগে থেকেই এখানে মানুষ ও বানর বসবাস করে এলেও বনাঞ্চল কমে যাওয়ায় বেড়েছে খাদ্য সংকট। ক্ষুধার যন্ত্রণায় এসব বানর এখন পথচারী কিংবা বাড়ি-ঘরে হামলা করছে। কখনও নষ্ট করে ফেলছে গাছের ফল ও জমির ফসল।

এই সমস্যার বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা ভাত রান্না করে শান্তি পাই না বানরের যন্ত্রণায়। ঘরের বেড়া ভেঙে চাল, ডালসহ সবকিছু নিয়ে যায়। আর বিরক্ত করলেও আমাদের ভালো লাগে। তবে আমরা চাই সরকার একটি ব্যবস্থা নিক।

একই সমস্যার বিষয়ে নরসিংদী মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু বলেন, আমরা চিঠি পাঠিয়েছি। আশা করি রামপুর গ্রাম বানরের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠবে।
রামপুরকে পর্যটনের আওতায় এনে বানরগুলোকে উপযুক্ত পরিবেশ দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সাধারণ মানুষ খাবে বরই, বিত্তবানরা খেজুর আর মুরগির রান’
কনসার্টে নিয়ে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার
ব্রিজ ভেঙে ট্রাক খালে, ভোগান্তিতে পর্যটকসহ ৫ গ্রামের মানুষ
হাজারো পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে যে গ্রামের মানুষের
X
Fresh