• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অষ্টম শ্রেণি পাস ডাক্তার!

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২১, ১১:৫১
Eighth grade pass doctor!
অষ্টম শ্রেণি পাস ডাক্তার

দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অষ্টম শ্রেণি পাস এক ভুয়া ডাক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চেম্বার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বাজার ও জালালপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-আলম এই জরিমানা করেন।

আরও পড়ুন :

মোহাম্মদ নূর-আলম আরটিভি নিউজকে জানান, বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, এনার্জি ড্রিংকসে বাজার সয়লাব হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় সোমবার হিলি বাজারে ও জালালপুরে অভিযান পরিচালনা করে বেশ কিছু নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়। এ সময় আট ব্যবসায়ীকে অবৈধ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া হিলি বাজারের মণ্ডল ফার্মেসিতে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন কিন্তু সে ডাক্তার নয়, অষ্টম শ্রেণি পাস। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও তার চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
X
Fresh