• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে বলাৎকারের শিকার শিশু 

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ২৩:৩২
পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে বলাৎকারের শিকার শিশু 
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী এক শিশু (১৩) বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দিক।

গ্রেপ্তারকৃত যুবক উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে শারীরিক প্রতিবন্ধী শিশু ছেলেটি প্রতিদিনের মতোই অভিযুক্ত মোহাম্মদ আলীর বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সেদিন মোহাম্মদ আলীর বাড়িতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে ওই শারীরিক প্রতিবন্ধী ছেলেকে টিভি দেখার কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে টিভি দেখার এক পর্যায়ে ছেলেটিকে জোরপূর্বক বলাৎকার করে মোহাম্মদ আলী।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি নারী-শিশু নির্যাতন আইনে মামলা করে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে পাওয়ার টিলারের চাপায় শিশুর মৃত্যু
একা পেয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, কারাগারে মাদরাসা সুপার
শিশুর জীবন বাঁচাতে যা করলেন অভিনেতা সোনু
শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
X
Fresh