• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে ১১৪ কেজির বাঘাআইর মাছটি বিক্রি হলো ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকায়

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৯:২৮
অবশেষে ১১৪ কেজির বাঘাআইর মাছটি বিক্রি হলো ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকায়

অবশেষে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ধরা পড়া ১১৪ কেজি ওজনের বাঘাআইর মাছটি বিক্রি হলো ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকায়।

গত শনিবার রাতে ধরা পড়া প্রাথমিক পর্যায়ে মাছটির আনুমানিক ওজন ১১০ কেজি ধরা হলেও পরবর্তীতে মাছটি ওজন করে ১১৪ কেজি পরিমাপ করা হয়। আজ সোমবার (১ মার্চ) সকালে মাছ ব্যবসায়ী শাহার আলী ১ লাখ ১৭ হাজার টাকায় জেলে সঈদুর রহমানের কাছ থেকে কিনে ১২০০ টাকা কেজি দরে ভাগায় কেটে এক লাখ ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

আরও পড়ুন : প্রায় শতাধিক ব্যবসায়ী মিলে মাছটি কিনলো

এর আগে শনিবার রাতে উপজেলার চিকাজানি ইউনিয়নের বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনায় ওই বাগাড়টি মাছটি ধরা পড়ে। রোববার স্থানীয় মাছ ব্যবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সহিদুর রহমান বলেন, ১১০০ টাকা কেজি দরে আমি মাছটি ক্রয় করি। মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রাখা হয়। তবে বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যায়নি না। পরে মাইকিং করেও মাছটি বিক্রি করা যায়নি। পরে সোমবার সকালে মাছটি ব্যবসায়ী শাহার আলীর কাছে বিক্রি করা হয়।

আরও পড়ুন : স্ত্রী পালিয়েছে, খোঁজ দিলেই ৫০ হাজার টাকা পুরস্কার

মাছ ব্যবসায়ী শাহার আলী জানান, ওই বাগাড় মাছটি সরদারপাড়া বাজারে এনে ১২০০ টাকা কেজি দরে কেটে ভাগায় বিক্রি করা হচ্ছে।

দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, আবহমান কাল থেকেই যমুনা ও তৎসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এ ধরনের মাছ দেখতে পাওয়া যায়। এই বাগাড় মাছটি গভীর পানির।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
X
Fresh