• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রী পালিয়েছে, খোঁজ দিলেই ৫০ হাজার টাকা পুরস্কার

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৮:০২
স্ত্রী পালিয়েছে, খোঁজ দিলেই ৫০ হাজার টাকা পুরস্কার
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে এক প্রবাসীর স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ বছরের ছেলেকে নিয়ে পালিয়ে গেছেন।

গেল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ওই রাতেই গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন : ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে স্বজনদের হামলা

জানা গেছে, ২০১৩ সালে ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে প্রবাসী মো. আবুল বাশারের (৩২) সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের মেয়ে সম্পা খাতুনের (২৫) বিয়ে হয়। বিয়ের চার মাস পর স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। ২০১৯ সালে তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সৌদি থেকে বাশার দেশে আসলে কয়েকদিনের মধ্যেই আবুল বাশারের মা অসুস্থ হয়ে পড়লে মাকে নিয়ে হাসপাতালে গেলে তাদের অগোচরে বাড়িতে থাকা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও তার ৭ বছরের সন্তান নিয়ে পালিয়ে যান স্ত্রী।

আরও পড়ুন : শিক্ষিকাকে বিয়ে করলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুবেল

স্ত্রী-সন্তানকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সন্ধান পাওয়া যাবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কারপ্রাপ্তি : ইউনূস সেন্টারকে কারণ দর্শানোর নোটিশ
বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
হঠাৎ চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য ববিতার
পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ আকবর
X
Fresh