• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে অভয়াশ্রমে ৬০ দিন  মাছ ধরা নিষেধ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৭:২৪
বরিশাল×মাছ×ভ্রাম্যমাণ×আদালত×বিনাশ্রম×কারাদণ্ড×নির্বাহী×ম্যাজিস্ট্রেট×
ছবি সংগৃহীত

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর জুনাহার পয়েন্ট থেকে হিজলা উপজেলার মেঘনা নদীর কালীগঞ্জ এবং মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পর্যন্ত বিস্তৃত ৮২ কিলোমিটার অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরা নিষেধ করা হয়েছে।

আজ শনিবার থেকে আগামী ৬০ দিন ওই এলাকায় মাছ ধরা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

ইলিশসহ অন্যান্য দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।

অভয়াশ্রম এলাকায় জেলেরা যেন মাছ ধরতে না নামে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

আজ ভোর থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ডের সহায়তায় বরিশাল মৎস্য বিভাগ মোবাইল কোর্ট পরিচালনা করে বরিশাল সদর এবং মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জালসহ চার জেলেকে আটক করেছে।

আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী এবং অং মাচিং মারমা তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh