• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘কোলে নিয়ে দেখি তানভীরের মগজ ট্রাক্টরের নিচে পড়ে আছে’

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৬:০৭
ট্রাক্টর×শিশু×পাইপ×তানভীর×মাথা×মগজ×নয়×আশপাশ×
ছবি আরটিভি নিউজ

পঞ্চগড় সদর উপজেলায় পাইপ লাইন নির্মাণ কাজের পাইপ বহনকারী ট্রাক্টরের চাপায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মধ্য যতনপুকুরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তানভীর। সে ওই গ্রামের ট্রাক্টর শ্রমিক তাহেরুল ইসলামের তৃতীয় সন্তান।

স্থানীয়রা জানান, যতনপুকুরি এলাকায় পাইপবহনকারী একটি ট্রাক্টর সেখানে থেমে ছিল।

বাড়ি থেকে বের হয়ে শিশু তানভীর ওই ট্রাক্টরের নিচে খেলা করছিলো। এরই একপর্যায়ে ট্রাক্টরের চালক অসাবধানতাবশত ট্রাক্টরটি চালানো শুরু করেন।

এতে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় তানভীর। পরে আশপাশের লোকজন ছুটে এসে দেখে শিশুটির মাথার মগজ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে ট্রাক্টরটির নিচে।

এদিকে ঘটনার খবর পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক কাইয়ুম আলী ও ধাক্কামাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব ঘটনাস্থলে ছুটে যান।

নিহত শিশুটির পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত তানভীরের মা নেহার বলেন, ‘ আমার দুগ্ধ পান করেই তানভীর বাড়ির বাইরে পাইপলাইনের জমিতে খেলতে যায়। আমি তখন ভাত রান্নার জন্য পাতিলে পানি দিচ্ছিলাম। লোকজনের চিৎকার শুনে রান্নাঘর থেকে বের হই। পরে পাইপবোঝাই ট্রাক্টরের নিচ থেকে আহত তানভীরকে কোলে নিয়ে দেখি সে আর নেই। তানভীরের মাথার মগজ বের হয়ে ট্রাক্টরের নিচে পড়ে আছে। ’

পঞ্চগড় থানার উপ-পরিদর্শক মো. কাইয়ুম আলী ট্রাক্টরের চাপায় এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হবে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান আরটিভি নিউজকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে শিশুর যত্নে যা করবেন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
X
Fresh