• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জাতীয় পতাকা অবমাননা করায় জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৪:৩৯
মামলা×রেজিস্ট্রার×জনস্বার্থ×টাকা×জরিমানা×জাতীয়×পতাকা×অবমানননা×
ছবি আরটিভি নিউজ

গেলো ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে অনিয়ম করার অভিযোগে জেলা রেজিস্ট্রারসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার মামলাটি করেছেন একজন আইনজীবী।

এ মামলায় বিবাদীরা হলেন, বরগুনা জেলা রেজিস্ট্রার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী, কৃষি ব্যাংক গৌরীচন্না শাখার ব্যবস্থাপক ও কুয়েত প্রবাসী হাসপাতালের পরিচালক।

মামলার বাদী অ্যাডভোকেট মুজাহিদুল হক জাকির আরটিভি নিউজকে বলেন, গেলো ২১ ফেব্রুয়ারি তিনি রিকশায় ঘুরে ও পায়ে হেঁটে উল্লেখিত বিবাদীদের অফিসে জাতীয় পতাকার অবমাননা দেখতে পেয়েছেন।

তিনি জাতীয় পতাকা অবমাননার সেই ছবি ও ভিডিও ধারণ করেছেন। পরবর্তীতে জনস্বার্থে মামলা করেছেন। যেন সারা দেশে জাতীয় পতাকার যথাযথ মূল্যায়ন করা হয়।

বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন মামলাটি আদেশের জন্য রেখেছেন। এই মামলায় এক বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাইটানিকের সেই দরজা নিলামে যত টাকায় বিক্রি হলো
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
X
Fresh