• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফের জমবে রাজাঝির দিঘী!

আরটিভি অনলাইন রিপোর্ট, ফেনী

  ০৩ এপ্রিল ২০১৭, ১৩:১৯

দখলবাজি আর কর্তৃপক্ষের অবহেলায় বেহাল অবস্থা হয়ে পড়েছে ফেনীর রাজাঝির দিঘীর। তবে দীর্ঘদিন পর সংস্কার হতে চলেছে দিঘীটি।

জানা গেছে, ফেনী শহরের কেন্দ্রে অবস্থিত ৩৩ একর আয়তনের ঐতিহ্যবাহী রাজাঝির দিঘীর চারপাশে ছিল মনোরম পরিবেশ। একসময় ফেনীবাসীর চিত্তবিনোদনের প্রধান জায়গা ছিল এটি। তবে দখলদারদের দাপটে দিঘীর অবস্থা খুবই সংকটাপন্ন। ফলে দিঘীর সেই জমজমাট অবস্থা এখন আর নেই।

শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সম্প্রতি রাজাঝির দিঘী সংরক্ষণ, সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধির প্রকল্প হাতে নেয় সরকার। এজন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬ কোটি টাকা। সংস্কার প্রকল্পের আওতায় দিঘীর চারপাশে নির্মাণ করা হবে পরিবেশ সম্মত ‘ওয়াক ওয়ে’।

এ বিষয়ে স্থানীয় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আশ্বাস দিলেন, রাজাঝির দিঘী ঘিরে নান্দনিক পরিবেশ গড়ে তুলতে দরকারি সবকিছুই করা হবে। প্রকল্পের কাজ দ্রুত শেষ করে দিঘীর আগের মনোরম পরিবেশ ফিরিয়ে আনা হবে।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh