• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চরমোনাইর মাহফিল শেষে ফেরার পথে কীর্তনখোলায় ২ ট্রলারডুবি

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯
Two trawlers sank at Kirtankhola on the way back after the mahfil of Charmonai
চরমোনাইর মাহফিল শেষে ফেরার পথে কীর্তনখোলায় ২ ট্রলারডুবি

বরিশালের চরমোনাইপীরের বার্ষিক ওয়াজ মাহফিল শেষে গন্তব্যে রওনা দেয়ার সময় বরিশালের কীর্তনখোলা নদীতে দুটি ট্রলার ডুবে গেছে। তবে কোনো নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আখেরি মোনাজাত শেষে ট্রলারে করে নিজ গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয় মুসল্লিরা। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে দুটি ট্রলারই নদীতেই নিমজ্জিত হয়। ট্রলার দুটিতে শতাধিক যাত্রী ছিল। তারা সবাই সাঁতরে তীরে ওঠে। আশপাশের ট্রলারগুলো তাদের উদ্ধার করে। হাজার হাজার মানুষ ট্রলার ও লঞ্চে গন্তব্যে রওনা করে। এর মধ্যে দুটি ট্রলার নিমজ্জিত হয়ে যায়। যাত্রীরা ওই দুই ট্রলারের উপরেই ভেসে থাকে। গুরুতর কেউ আহত না হলেও চরমোনাই মাহফিলে ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্রে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ ৮টা ২৫ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় চরমোনাই মাহফিলে। ১৫ মিনিটব্যাপী মোনাজাত শেষে মুসল্লিরা যার যার গন্তব্যে রওনা করেন। গত বুধবার ২৪ ফেব্রুয়ারি মাহফিল জোহরবাদ শুরু হয়। মাহফিলে কয়েক লাখ লোক অংশ নেয়।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ সহকর্মীর 
‘ইসলাম চর্চা নিয়ে বাড়াবাড়ি করলে জনতা বসে থাকবে না’
দাওয়াত খেয়ে ফেরার পথে যুবতীর মৃত্যু
নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের
X
Fresh