• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৯৯৯ এর ফোনকলে আটক তিন মাদক বহনকারী 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫
Three drug carriers arrested in 999 phone call
৯৯৯ এর ফোনকলে আটক তিন মাদক বহনকারী

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোনের মাধ্যমে খবর পেয়ে দিনাজপুরের হিলিতে ২৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বহনকারীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের এলএসডি গোডাউনের পিছন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার বাশমুড়ি গ্রামের রশিদ প্রধানের ছেলে নাহিদ হাসান (২৭), নওপাড়া গ্রামের রহমত আলীর ছেলে শাওন (২৮), মধ্য বাসুদেবপুর (স্টেশনপাড়া) গ্রামের মৃত ফারুকের ছেলে নওশাদ আলী (৩০)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কর্তৃক জানতে পারি উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের এলএসডি গোডাউনের পিছনে বেশ কিছু মাদক নিয়ে কয়েকজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই রকিবুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্যকে পাঠিয়ে দিলে তারা ২৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বহনকারীকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh