• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জ ও মহেশপুরে পৌর নির্বাচন উপলক্ষে বিজিবি মোতায়েন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৭
বিজিবি×কালীগঞ্জ×মোতায়েন×বিতরণ×সংরক্ষিত×আসন×মহিলা×পুরুষ×
ছবি আরটিভি নিউজ

পঞ্চম ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌর সভা নির্বাচনের ভোটগ্রহণের জন্য কেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু করা হয়েছে। আজ শনিবার দুপুর দুটা থেকে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএম মেশিন, ট্যাব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান আরটিভি নিউজকে জানান, ভোট কেন্দ্রে বিজিবি , পুলিশ, আনসার, স্টাইকিং ফোর্স, মোবাইল কোট টিম , ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে।

সর্বপ্রথম কালীগঞ্জ মহেশপুরে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন পুরুষ কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালীগঞ্জ পৌর এলাকায় তিন প্লাটুন ও মহেশপুরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ।

পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৫৬ জন এবং মহিলা ২০ হাজার ৪২১ জন।

মহেশপুরে এবারের পৌর নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫০। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১০২ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩৩৮ জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী কারাগারে 
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলল স্ত্রী!
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
X
Fresh