• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের দু'দিন পর বাড়ির পাশের আবর্জনায় গৃহবধূর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০১
মরদেহ×দুর্ঘন্ধ×শ্বাসরোধ×পুলিশ×হত্যা×প্রাথমিক×ময়নাতদন্ত×ধারণা×

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মধ্য হোগলাপাড়া গ্রামে নিখোঁজের দুই দিন পর স্বামীর বসতবাড়ির পাশে আবর্জনার স্তুপ থেকে রেশমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে।

আজ শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এলাকাবাসী জানান, স্বামী নরসুন্দর সুমন মাদকাসক্ত থাকায় বিয়ের পর থেকে চলতে থাকে পারিবারিক কলহ।

এক বছর হলো তাদের বিয়ে হয়েছে। গত পরশু রাত থেকে রেশমা নিখোঁজ ছিল। শনিবার ভোরে বাড়ির পাশে দুর্গন্ধের কারণ খুঁজতে খড়ের আবর্জনা সরালে নিহত রেশমার লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আরটিভি নিউজকে জানান, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যার সঠিক কারণ জানা যাবে।নিহতের স্বামী পলাতক রয়েছে তাকে ধরতে জোর চেষ্টা চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh