• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সালথায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮
ফরিদপুর×ঘটনাস্থল×ইটপাটকেল×মেডিকেল×কলেজ×হাসপাতাল×নগরকান্দা×কেন্দ্র×ফরিদপুর×ঘটনাস্থল×ইটপাটকেল×মেডিকেল×কলেজ×হাসপাতাল×নগরকান্দা×কেন্দ
ছবি সংগৃহীত

ফরিদপুরের সালথায় গ্রাম্য দু-দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার উপজেলার শিহিপুর গ্রামের ইউসুফ মাতুব্বারের সমর্থক খোকন মাতুব্বারের পুড়ি-সিঙ্গারা ভাজার চুলা ভেঙ্গে দেয় প্রতিপক্ষ কোহিনুর মাতুব্বারের সমর্থক বাসার মাতুব্বার। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উভয়দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষকারীরা ১৫-২০ বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।

এতে উভয় দলের অন্তত ৩০ জন আহত হয়।আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আরটিভি নিউজ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh