logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৬
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৭

মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহত×শহীদ×আরোহী×ঘোষণা×আলামিন×সেতু×ঢাল×ফরিদপুর×
ছবি সংগৃহীত

জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্য ফরিদুপর থেকে বরিশালে এসে মোটরসাইকেলে করে চরেমোনাই মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শরীফ শেখ (২০) নামে এক আরোহী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী আলামিন (২১) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আজ সকাল ১০টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ ও একই এলাকার মো. ইউনুসের ছেলে আলামিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেও উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শরীফ শেখকে মৃত ঘোষণা করেন এবং আহত আলামিনকে ভর্তি করেন। পরে আলামিন (২১) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শরীফ ও আলামিন মোটরসাইকেল যোগে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের চরমোনাইয়ের মাহফিল স্থলে জুম্মার নামাজ আদায়ের জন্য আসছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

জেবি

RTV Drama
RTVPLUS