Mir cement
logo
  • ঢাকা শনিবার, ০৮ মে ২০২১, ২৫ বৈশাখ ১৪২৮

সংরাইশ শিশু পরিবারে বসন্ত উৎসব

কুমিল্লা×বসন্ত×চট্টগ্রাম×কার্যালয়×ফুড×চেয়ারম্যান×সমাজসেবা×সুশীল×প্রতিনিধি×
ছবি আরটিভি নিউজ

যতক্ষণ আছে দেহে প্রাণ, অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য লড়ে যান’ এই স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে দৃষ্টান্ত ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লায় সংরাইশ সরকারি শিশু পরিবারে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গেলো বুধবার সন্ধ্যায় সংরাইশ সরকারি শিশু পরিবারে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার মো. আবদুস সালাম।

দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মো. সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, স্পেশাল পিপি অ্যাডভোকেট নিগার সুলতানা, আর কে ফুডের চেয়ারম্যান রেহান উদ্দিন, নারী উদ্যোক্তা খাইরুন নাহার মুক্তা, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনিসহ জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, শিশু পরিবারের নিবাসী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

জেবি

RTV Drama
RTVPLUS