• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শেষ হলো আটরশি ওরস শরীফ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৫
ফরিদ×জিকির×শেষ×শরিফ×মঙ্গল×করোনাভাইরাস×আট×চারদিন×
ছবি আরটিভি নিউজ

ফরিদপুরের সদরপুর আটরশিতে আজ বাদ ফজর আখেঁরি মোনাজাতের মধ্য দিয়ে আট দিনব্যাপী মহা পবিত্র ওরস শরীফ শেষ হয়েছে।

করোনার কারণে এ বছর আটটি বিভাগে প্রতিদিন একটি করে বিভাগের ভক্তবৃন্দ পবিত্র ওরস অংশগ্রহণ করে।

বিগত দিনের ন্যায় এখানে ওয়াজ নসিহত, জিকির আজগার, আম বয়ান, দেশ ও জাতীর মঙ্গল কামনা করে আখেঁরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার থেকে এই ওরস শরীফ শুরু হয়। প্রতি বছর চারদিন এই মহতী ধর্মীয় অনুষ্ঠান করা হলেও এ বছর করোনাভাইরাসের কারণে তা বাড়িয়ে আট দিন করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডায় জাঁকজমকভাবে শেষ হলো ‘অঞ্জন দত্ত’ নাইট
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
বৃষ্টির সম্ভাবনা নেই, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
X
Fresh