• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে:  স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৬
মুশকাত×অস্বাভাবিক×মৃত্যু×লেখনি×আঘাত×ময়নাতদন্ত×বিশ্বাস×গঠন×
ছবি আরটিভি নিউজ

লেখক মুশতাক আহমেদের কারাগারের ভেতরে মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার চট্টগ্রামে নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধনকালে এই কথা বলেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন তিনি। ২০২০ সাল থেকে লেখক মুশতাক আহমেদ গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে ছিলেন।

যেকোনো মৃত্যুর ঘটনা তদন্ত করা হয়। তদন্ত করে বলতে পারব কী হয়েছে। বললেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যেকোনো মৃত্যুর ঘটনা তদন্ত করা হয়। তার লেখনিতে অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছেন।

মন্ত্রী বলেন, স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে অবশ্যেই ময়নাতদন্ত করা হয়। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আল জাজিরা থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আল জাজিরার নিউজ দেশের মানুষ এখন আর দেখে না।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
X
Fresh